রোহিঙ্গা ইস্যুতে ৩ দিনের আন্তর্জাতিক সংলাপ শুরু
কক্সবাজারের ইনানীতে শুরু হয়েছে রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ। রোববার (২৪ আগস্ট) সকালে উদ্বোধন হওয়া এ আয়োজন চলবে ২৬ আগস্ট পর্যন্ত। আসছে ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের আগে কার্যকর সুপারিশ তৈরিই এ সংলাপের মূল লক্ষ্য।
‘রোহিঙ্গা পরিস্থিতির ওপর উচ্চস্তরের সম্মেলনের সমাপ্তি’ শীর্ষক এই সংলাপ যৌথভাবে আয়োজন করেছে জাতিসংঘের উচ্চ প্রতিনিধির কার্যালয় ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলা এই আলোচনায় অংশ নিচ্ছেন দেশি-বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, রোহিঙ্গা প্রতিনিধি, শিক্ষাবিদ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা।
সম্মেলনে পাঁচটি মূল বিষয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে—
মানবিক সহায়তা ও তহবিল সংকট
মিয়ানমারের রাখাইনে বর্তমান পরিস্থিতি
প্রত্যাবাসনে আস্থা তৈরির উপায়
নৃশংসতার বিচার ও জবাবদিহিতা
টেকসই ও সময় সীমাবদ্ধ সমাধানের কৌশল
সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ২৬ আগস্ট প্রতিনিধিরা সরাসরি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর ও আলোচিত এই সম্মেলন ঘিরে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এমএ//