আন্তর্জাতিক

রুশ পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা

রাশিয়ার ক্রুস্কের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বিদ্যুৎকেন্দ্রটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় শেষ রাতের দিকে ঘটেছে এই ঘটনা। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, অল্প সময়ের মধেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনে বিদ্যুৎকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ধ্বংস হয়ে গেছে। এতে কেন্দ্রটির প্রায় অর্ধক অংশ অচল হয়ে গেছে এবং উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ কমে গেছে। নিহত বা আহতের ঘটনা ঘটেনি। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন