'৭১ ডিল’ শব্দে মুক্তিযুদ্ধের অবমাননা, শাওনের তীব্র প্রতিবাদ
বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী মেহের আফরোজ শাওন পর্দায় খুব বেশি দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি সবসময় নজর কাড়ে। তিনি প্রায়ই নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন, এবং সম্প্রতি পাকিস্তান-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সম্প্রতি ঢাকায় সফর করেছেন, যেখানে বাংলাদেশের এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের এক ভিডিও শেয়ার করে শাওন তার ফেসবুক পোস্টে মন্তব্য করেন, ‘৭১ ডিল’ শব্দটি ব্যবহার করে মুক্তিযুদ্ধের প্রতি পাকিস্তান অবমাননা করেছে।
শাওন তার পোস্টে লিখেন, "এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কবে? পাকিস্তান তাদের সেরা জিনিস আমাদের শিখাতে পারেনি, আর এখন বলছে বাংলাদেশ সব শিখে নেবে!" তিনি আরও প্রশ্ন করেন, “এতকাল ধরে মুক্তিযুদ্ধের গুরুত্ব কি ‘৭১ ডিল’ হয়ে গেল?”
শাওনের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার ফলোয়ারদের অনেকেই শাওনের সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “পাকিস্তান চাই না, আর তাদের থেকে কিছু শিখতে যাওয়াও উচিত নয়।” অন্য একজন প্রশ্ন করেছেন, "কেন পাকিস্তান? আর এই দায়িত্ব কে দিয়েছে তাদের?"
এদিকে এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রতিনিধিরা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা করেন। তারা দাবি করেন, একাত্তরের ইস্যু সমাধান না হলে দুই দেশের সম্পর্ক উন্নতির সুযোগ থাকবে না। তবে শাওন তার পোস্টে স্পষ্ট জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে কোনও আপস করা তার পক্ষে কখনও গ্রহণযোগ্য নয়।
শাওনের পোস্টে তার অনুরাগীরা মুক্তিযুদ্ধের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন। কেউ মন্তব্য করেন, "যে দেশ আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাদের কাছ থেকে আর কি শিখব?" অন্য একজন বলেন, "পাকিস্তানের কাছ থেকে কোনও সম্পর্ক নয় কেবল আমাদের স্বাধীনতা এবং ইতিহাস রক্ষা করাই গুরুত্বপূর্ণ।"
এসকে//