আন্তর্জাতিক

পুতিনকে আবারও আল্টিমেটাম ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে দুই সপ্তাহের মধ্যে রুশ প্রেসিডেন্ট কোন ধরনের দৃশ্যমান পদক্ষেপ না নিলে রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি সিদ্ধান্ত নেব আমরা কী করব এবং এটি খুব গুরত্বপুর্ণ সিদ্ধান্ত। তা হয় বড় নিষেধাজ্ঞা, অথবা বিশাল শুল্ক, অথবা দুটোই। আবার এমনও হতে পারে আমরা কিছুই করব না এবং বলব—এটা তোমাদের লড়াই

উল্লেখ্য, এর আগে, ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি সাক্ষাতের প্রস্তুতিরও ঘোষণা দেন

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন