সত্যিই কি ভাঙতে চলেছে গোবিন্দ-সুনীতা দম্পতির সংসার
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি গোবিন্দ এবং সুনীতা আহুজা সম্প্রতি তাদের সম্পর্কের নিয়ে নতুন করে খবরের শিরোনামে এসেছেন। কিছু মাস আগে তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল যা তোলপাড় তৈরি করেছিল ভারতীয় মিডিয়ায়। তবে সুনীতা তখন এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, "এগুলো সবই ভিত্তিহীন ও মিথ্যা।" কিন্তু সম্প্রতি সুনীতার একটি ভ্লগ আবারও সেই বিচ্ছেদের আলোচনা উসকে দিয়েছে যার পর প্রশ্ন উঠেছে সত্যিই কি তাদের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে?
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, সুনীতা তার স্বামী গোবিন্দের বিরুদ্ধে বান্দ্রা আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। এই মামলায় পরকীয়া এবং গার্হস্থ্য হিংসার অভিযোগও আনা হয়েছে যা তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তোলেছে। সুনীতার এই পদক্ষেপ বিচ্ছেদের সম্ভাবনাকে আবারও গুরুত্ব দিয়েছে এবং পুরনো গুঞ্জনকে বাস্তবতার দিকে নিয়ে গেছে।
এদিকে, সুনীতা সম্প্রতি মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে একটি আবেগপূর্ণ ভ্লগ রেকর্ড করেন, যেখানে তিনি তার দুঃখের কথা শেয়ার করেছেন। কান্নায় ভেঙে পড়া সুনীতা বলেন, “আমি ছোট থেকেই এই মন্দিরে আসি। গোবিন্দের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময়ও আমি এখানেই ছিলাম। তখন শুধু একটি বিষয়ই চেয়েছিলাম আমার জীবনসঙ্গী হবে গোবিন্দ। মা সেই ইচ্ছা শুনেছিলেন। কিন্তু জীবনে সব কিছুই আমাদের ইচ্ছেমত হয় না। তবে মা আমাকে সবসময় সাহস দিয়েছেন। আমি জানি, যারা আমার সংসার ভাঙার চেষ্টা করবে তারা কখনো সুখী হবে না।”
এই আবেগপ্রবণ কথাগুলোর পর সুনীতা ও গোবিন্দের বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। একাধিক সূত্র থেকে জানা গেছে, সুনীতা হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় ডিভোর্সের মামলা করেছেন যা তাদের সম্পর্কের অবস্থা নিয়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।
তবে এর আগে এক সাক্ষাৎকারে সুনীতা এ ধরনের সব বিচ্ছেদ সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, “যারা আমাদের বিচ্ছেদ নিয়ে কথা বলছেন তাদের প্রশ্ন করুন সত্যি? যদি সত্যিই বিচ্ছেদ হয় তবে আমি সবাইকে প্রথমেই জানাব। যে দিন আমি বা গোবিন্দ বিচ্ছেদের কথা বলব সে দিন সবাই নিশ্চিত হয়ে যাবে। যতদিন না আমাদের মুখ থেকে সে কথা শোনা যায়, ততদিন এটা কেবল গুজব।”
এসকে//