গুম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের জন্য বিএনপি নির্বাচন চায় : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ কথা ভাবা ভুল হবে যে বিএনপি আওয়ামী লীগ শাসনামলে বিরোধী মতাদর্শের নেতা-কর্মী ও সাধারণ মানুষ গুম ও হত্যাকাণ্ড এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচন অবশ্যই চায়৷ নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেছেন, ‘আজকে প্রমাণিত হয়েছে, হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী। হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। দেশের মাটিতে হতে হবে এবং তাঁর সর্বোচ্চ শাস্তি হতে হবে।’
তিনি বলেন, ‘আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম, আন্দোলনের সঙ্গে আছি এবং আন্দোলনের শেষ পর্যন্ত যতদিন না আমরা এদের (গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের) শাস্তি দিতে পারব, তত দিন পর্যন্ত আমরা এদের সঙ্গে আছি।’
সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশনকে জনগণের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পাবলিক শুনানি করা এবং গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের কান্না বন্ধ করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। এর জন্য সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, যাদের মাধ্যমে গুম ও হত্যা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটন হবে বলে তিনি প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনটির সমন্বয়ক মঞ্জুর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান প্রমুখ।
আই/এ