চুরি করা সরকারি চাল জব্দ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য বরাদ্দকৃত ৩৫ বস্তা জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান জানান, একটি চক্র প্রতি কেজি ১৫ টাকা দরে বরাদ্দ পাওয়া চাল সংগ্রহ করে গোপনে মজুদ করেছিল। খবর পেয়ে অভিযান চালানো হলে ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা চাল সাময়িকভাবে স্থানীয় ইউপি সদস্য মো. পরান ব্যাপারীর জিম্মায় রাখা হয়েছে।
এ ঘটনায় এনায়েতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের নির্দেশে পরবর্তীতে চালগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এমএ//