জাতিসংঘের কনফারেন্স রোহিঙ্গা সংকট সমাধানে দিকনির্দেশক হবে: প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা সংকট নিরসনে আসন্ন জাতিসংঘের কনফারেন্স সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২২ আগস্ট) মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যন্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য তিনি বিশেষ দূতকে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনায় টম অ্যান্ড্রুজ রাখাইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ গড়ে তুলতে মানবিক সহায়তা চ্যানেল খোলার জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ নিয়ে কথা বলেন। তবে এ প্রচেষ্টাকে ঘিরে বিদ্বেষমূলক প্রচারণা চালানোয় তিনি হতাশা প্রকাশ করেন।
বিশেষ দূত আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত রাখার জন্য তিনি বাংলাদেশের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্ক জাতিসংঘ সদরদফতরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে।
এমএ//