মারা গেছেন ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও
অনলাইনে ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে খ্যাতি পাওয়া যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। অগ্ন্যাশয়ের ক্যানসারের (pancreatic cancer) সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বুধবার (২০ আগস্ট) ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা যান বলে তার সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে।
রোড আইল্যান্ডের এই বিচারক ‘Caught in Providence’ নামের একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। সেখানে আদালতের রেকর্ড করা বাস্তব বিচারপ্রক্রিয়ায় তার রসবোধ, সহানুভূতি ও মানবিকতা কোটি মানুষের মন জয় করে নেয়।
১৯৮৫ সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে দায়িত্ব পান ক্যাপ্রিও। প্রায় ৪০ বছর ধরে তিনি এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং ২০২৩ সালে অবসর গ্রহণ করেন। বিচারক হিসেবে তিনি বরাবরই সহানুভূতিশীল ছিলেন। বিশেষ করে সাধারণ মানুষ বা নিম্নআয়ের লোকদের ট্রাফিক আইন লঙ্ঘনের মতো ছোটখাটো অপরাধে আদালতে দাঁড় করানো হলে, পরিস্থিতি বুঝে তিনি প্রায়ই জরিমানা মওকুফ করে দিতেন।
আদালতে বিচারকার্যের সময় মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনা, শিশুদের বিচারকের আসনে বসিয়ে মা-বাবার ‘বিচার’ করানো, আর হাস্যরস মিশিয়ে মানবিক রায় দেয়া—এসবই ছিল তার বিচারিক জীবনের স্বাক্ষর।
ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও বিশ্বাস করতেন, “আইন সবার জন্য সমান, তবে বাস্তবতায় অনেকেই বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী আইনি সহায়তা ছাড়াই লড়াই করতে বাধ্য হয়।” তিনি মনে করতেন, দয়া, ন্যায্যতা এবং সহানুভূতির মাধ্যমেই প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
মৃত্যুর মাত্র একদিন আগে সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছিলেন ক্যাপ্রিও। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি বলেন, “বিচারক ক্যাপ্রিও শুধু জনগণের সেবাই করেননি, তিনি ছিলেন বিচারকের আসনে মানবতার এক প্রতীক।”
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রচারিত 'Caught in Providence' অনুষ্ঠানটি তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এই অনুষ্ঠান এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীতও হয়েছিল।
মানবিকতা, ন্যায়বিচার ও সহানুভূতির অসাধারণ এক উদাহরণ হয়ে স্মরণীয় থাকবেন বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও।
সূত্র: ফক্স নিউজ
এসি//