অভিনয়ের পাশাপাশি ই-কমার্সে যুক্ত হলেন মৌ খান
ঢালিউডের জনপ্রিয় ও লাস্যময়ী অভিনেত্রী মৌ খান এখন শুধুমাত্র চলচ্চিত্র পর্দারই নায়িকা নন বরং, ব্যবসার জগতেও নিজের পদচিহ্ন রেখে চলেছেন। অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করা এই অভিনেত্রী এবার ক্যারিয়ারের এক নতুন অধ্যায় শুরু করেছেন।
সম্প্রতি মৌ খানের অভিনয় জীবন ও ব্যবসায়িক উদ্যোগ একসঙ্গে চলতে শুরু করেছে। তিনি একটি নতুন ফ্যাশন ও লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন।

৫৩ বছরের ঐতিহ্যবাহী ব্র্যান্ড আল-হারামাইন পারফিউম-এর সঙ্গে কর্পোরেট চুক্তি সম্পাদন করে মৌ বলেন, "এটি একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে প্রযুক্তির সুবিধায় পণ্য কেনাবেচা করা যাবে। আমরা এখন ডিজিটাল দুনিয়ায় প্রবাহিত হচ্ছি, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়া যাবে।"

এসময় আল-হারামাইন পারফিউম-এর নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, গ্রুপ সিফও এন্ড কোম্পানি সেক্রেটারি পরিমল কুমার ধর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়েছিল। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে তিনি বেশ কিছু সিনেমায় কাজ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরি’ এবং আরও অন্যান্য চলচ্চিত্র।
এসকে//