মেয়েকে ঘরে রেখেই ফের অভিনয়ে দীপিকা
বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, মা হওয়ার পর দীর্ঘ সময় মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। এক বছরেরও বেশি সময় পর অবশেষে তিনি সিনেমায় ফিরছেন। দীপিকার নতুন সিনেমার নাম এখনও পুরোপুরি প্রকাশ না হলেও এর প্রাথমিক নাম রাখা হয়েছে ‘এএ২২এক্সএ৬’ এবং এতে তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে।
২০২২ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা এবং রণবীরের দাম্পত্য জীবনে আসে সুখবর তারা বাবা-মা হন। মা হওয়ার পর দীপিকা সিদ্ধান্ত নেন যে তিনি তার কন্যা দুয়াকে পূর্ণ সময় দেবেন এবং কোনও ন্যানির সাহায্য নেবেন না। এজন্য তিনি সিনেমা থেকে বিরতি নেন এবং তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব অর্থাৎ, মাতৃত্বকে অগ্রাধিকার দেন।
অবশেষে দীপিকা তার নতুন সিনেমা নিয়ে ফিরছেন। ‘এএ২২এক্সএ৬’ সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি। সিনেমাটির শুটিং চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে। যেখানে দীপিকা প্রায় ১০০ দিন শুটিং করবেন।
উল্লেখ্য, এই সিনেমায় দীপিকা ছাড়াও রয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর, এবং মৃণাল ঠাকুর।
এসকে//