ইসরাইলি হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় একদিনে আরও ৬০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যার ফলে সেখানে মোট নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজার ১০০ এ পৌঁছেছে। এছাড়া গাজার মানবিক সহায়তা গ্রহণ করতে গিয়ে আরও ৩১ জন প্রাণ হারিয়েছেন। দুর্ভিক্ষ এবং অপুষ্টি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যার ফলে গত একদিনে আরও ৩ জন মারা গেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬২ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে, এবং গুরুতর আহত হয়েছেন ৩৪৩ জন। এই হামলায় আহতের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয় আরও জানায়, গাজার মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারানোদের মধ্যে অনেকেই অত্যন্ত দুর্দশার মধ্যে ছিলেন। বিশেষত, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ও জীবনযাত্রার মানের অবনতি ঘটেছে।
এদিকে গাজার অবরোধের কারণে চলমান মানবিক সংকট আরও গভীর হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহার এবং অপুষ্টির কারণে ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে গাজায় অনাহারে মৃতের সংখ্যা এখন ২৬৬ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু রয়েছে।
গাজার অবরোধের কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গেল ১৮ মার্চ থেকে ইসরাইলি হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে ১০ হাজার ৫১৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বিশেষ করে খাদ্য এবং মানবিক সহায়তা নিয়ে আসতে গেলে ইসরাইলি বাহিনী হামলা চালাচ্ছে, যার ফলে গেল ২৪ ঘণ্টায় আরও ৩১ জন নিহত ও ১৯৭ জন আহত হয়েছেন।
চলমান অবরোধ গাজার ২৪ লাখ বাসিন্দাকে চরম মানবিক সংকটে ফেলেছে। খাদ্য সংকট, অপুষ্টি এবং জরুরি অবকাঠামোর ধ্বংস গাজার জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অবরোধের কারণে মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাদ্য, পানি এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে, যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
এসকে//