পাকিস্তানে বন্যায় নিহত বেড়ে ৬৯৯
পাকিস্তানে বন্যায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। গেলো২৪ ঘণ্টায় প্রদশটিতে আরও ২৬ জন নিহত হয়েছেন। এতে বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্য দাঁড়িয়েছে ৬৯৯ জনে।
মঙ্গলবার (১৯ আগস্ট) পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তেতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু নিউজ।
গেলো ২৬ জুন পাকিস্তানে প্রথম বর্ষার তাণ্ডব শুরু হয়। গেলো কয়েকদিনে এ পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যায়।
আবহাওয়াবিদরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে পূর্বসতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার জানিয়েছেন, আক্রান্ত অঞ্চল থেকে ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় এক হাজার মানুষকে।
এনএস/