দেশজুড়ে

চিকিৎসককে মারধরের অভিযোগে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে বরিশালে চলমান আন্দোলনে এক চিকিৎসককে মারধরের অভিযোগে আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মচারী বাহাদুর সিকদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দাবি মেনে নেয়ার পরেও মহিউদ্দিন রনিসহ তার সহযোগীরা আন্দোলন করে আসছে। সর্বশেষ গত রোববার দুপুরে রনি ও তার সহযোগীরা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালের প্রধান গেটে অবস্থান করে গেট ভাঙার চেষ্টা চালায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দীলিপ রায় ওই গেট থেকে বের হলে তার পথরোধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

বিক্ষোভে নেতৃত্বদানকারী রনি লোহার পাইপ দিয়ে চিকিৎসকের শরীরে একাধিকবার আঘাত হানে। কর্মচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালের পরিচালকের কক্ষে নিয়ে যান। এতেও তারা ক্ষ্যান্ত হননি। সড়ক থেকে হাসপাতালের ভেতরে ইট নিক্ষেপ করে। এতে কর্মচারী ও রোগীরা আহত হন।

ওসি মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় দায়েরকৃত এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। রনিসহ যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে সোমবার রাত থেকেই অভিযান অব্যাহত রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন