দেশজুড়ে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদন, উচ্ছ্বাসে ভাসল শিক্ষার্থীরা

বহুদিনের প্রতীক্ষার অবসান হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। অবশেষে অনুমোদন মিলল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের। রোববার (১৭ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্পের সঙ্গে এই প্রকল্পও অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদটি প্রকাশ হতেই আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। টানা আন্দোলনে থাকা শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ভেসে ওঠেন। চলমান আমরণ অনশন ভেঙে তারা বিজয়ের স্বাদ গ্রহণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. সুমন কান্তি বড়ুয়া অনশনকারীদের হাতে পানি তুলে দিয়ে অনশন ভাঙান।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সোমবার থেকেই তারা শ্রেণিকক্ষে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে গত ২৬ জুলাই থেকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তারা বিশ্ববিদ্যালয় দিবস বর্জন, মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালনসহ নানা কর্মসূচি পালন করেন। সর্বশেষ শনিবার (১৬ আগস্ট) থেকে শুরু হয় আমরণ অনশন, যেখানে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরাও প্রতীকী অনশনে অংশ নেন। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও আন্দোলনে সংহতি প্রকাশ করে।

উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ২২৫ একর জমিতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার নয় বছর পর অবশেষে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন সফল পরিণতি পেল এই অনুমোদনের মধ্য দিয়ে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন