আন্তর্জাতিক

ভারত যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

সোমবার ভারত সফরে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে বুধবার পর্যন্ত ভারতে অবস্থান করবেন তিনি। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

২০২০ সালে সীমান্তে দুই দেশের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্ত সমস্যা নিয়ে এটি দ্বিতীয়বারের মত আলোচনা। গেলো অক্টোবর সীমান্তে নজরদারি নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তির পর দেশ দুটির মধ্যে সম্পর্কের বরফ গলছে।

সাংগাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চলতি মাসের শেষে চীন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গেলো সাত বছরের মধ্যে এটি চীনে  মোদির প্রথম সফর হতে যাচ্ছে। 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন