দেশজুড়ে

তিন বছরের শিশুকে গরম খুন্তি দিয়ে ছেঁকা দিলো বাবা-মা

ঝিনাইদহের কালীগঞ্জে তিন বছরের এক শিশুকে গরম খুন্তি দিয়ে ছ্যাকা দিয়েছে তারা বাবা মা। ঘটনার পর শিশুটির মা অন্য এক ব্যক্তির সাথে পালিয়ে গিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে ভর্তি করেন তার নানি। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শিশুটির বাবা-মা দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িত ছিলেন। সেই বিরোধের জেরেই নিষ্পাপ শিশুটি এ ঘটনার শিকার হয়সাধারণ মানুষ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, নির্যাতনকারী বাবা-মাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।

মানবাধিকার কর্মীরা বলেছেন, এ ধরনের পাশবিক নির্যাতন কেবল শিশুটির জীবন নয়, সমাজের বিবেককেও প্রশ্নবিদ্ধ করে। তারা শিশুটির সুচিকিৎসা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন