এবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে জেলেনস্কির সঙ্গে দেড় ঘণ্টা ফোনে কথা বলেন ট্রাম্প। সেখানেই ইউক্রেনের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট এদিন ইউরোপ ও ন্যাটো নেতাদের সঙ্গে কথা বলেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শনিবার আলাস্কায় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচিত ওই বৈঠকে যুদ্ধ বন্ধে কোন ধরনের অগ্রগতি হয়নি।
এনএস/