বিএনপি

সমাজকে রাজনীতির উর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজনের সৃষ্টি হতো না : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজকে যদি রাজনীতির ঊর্ধ্বে রাখা যেত, তবে ধর্মীয় বিভাজনের সুযোগ থাকত না।

শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, আগে পাড়া-মহল্লায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে মিলেমিশে বসবাস করত। একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াত, একসাথে সব ধর্মীয় উৎসব পালন করত। কিন্তু রাজনীতির কারণে সমাজে বিভাজন তৈরি হয়েছে।

তিনি বলেন, “আমরা যদি সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখি, তবে মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করেও একসাথে শান্তি ও সম্প্রীতিতে বসবাস করতে পারবে।

আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন টুকু। পরে তিনি শোভাযাত্রায় অংশ নেন এবং উপস্থিত সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মাষ্টমী শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং সকল মানুষের জন্যই ন্যায়, সত্য ও মানবতার শিক্ষা দেয়। এ ধরনের উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করে তোলে।

এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন