দেশজুড়ে

আবাসিক মাদ্রাসায় ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এক আবাসিক মাদ্রাসায় দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লেবুডাঙ্গা গ্রামের মো. তরিকুলের মেয়ে তানিয়া (১২) এবং বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা (১০)। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম। 

মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে ১৩ ছাত্রী একসঙ্গে আবাসিক হলে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ হয়ে বমি শুরু করে। শিক্ষিকা সাহিদা বেগম স্থানীয়দের সহায়তায় তাদের পরিবারকে খবর দেন।

রাত ৩টার দিকে দুই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক প্রথমে জামিলাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর মারা যায় তানিয়াও।

ওসি ওয়াদুদ আলম বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে প্রকৃত কারণ উদঘাটন হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন