আন্তর্জাতিক

যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিন গ্রেপ্তার হবে না

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর। যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৩ সালের মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর ওই পরোয়ানা নিয়ে আলাস্কায় বৈঠকে বসছেন পুতিন।   

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য কোনো দেশ নয় ফলে দেশটি পুতিনকে গ্রেপ্তার করতে বাধ্য নয়। ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ২০০০ সালে বিল ক্লিনটন রোম সংবিধিতে স্বাক্ষর করেছিলেন। ওই সংবিধির আলোকে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু দেশটির সিনেট কখনো ওই চুক্তিকে আইনগতভাবে বাধ্যতামূলক করার জন্য অনুসমর্থনের জন্য পদক্ষেপ নেয়নি।  

আর বিল ক্লিনটন রোম সংবিধিতে স্বাক্ষরের দুই বছর পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আইসিসি’র সঙ্গে সব ধরনের সম্পৃক্ততার অবসান ঘটনা। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব লংঘন করেছে,এমন অভিযোগ করেছিলেন তিনি। 

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির মধ্যে বৈঠক শুরু হবে। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১ টায় শুরু হতে যাওয়া ওই বৈঠক ৬ থেকে ৭ ঘণ্টা ধরে চলতে পারে।  

 

এনএস/    

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন