বিনোদন

আইনি জটিলতায় অরিজিৎ সিং

টালিউড ও বলিউডের সুপারস্টার গায়ক অরিজিৎ সিং বর্তমানে এক উত্তেজনাপূর্ণ বিতর্কের মধ্যে আছেন। শান্তিনিকেতনের তালতোড় এলাকায় তার সিনেমার শুটিং চলাকালীন স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।

১৩ আগস্ট শুটিংয়ের জন্য রাস্তার কিছু অংশ বন্ধ করে দেয়ার ফলে কমলাকান্ত লাহাকে জরুরি কাজে বাধাগ্রস্ত হতে হয়। নিরাপত্তারক্ষীরা তাকে প্রথমে পাঁচ মিনিট পরে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করলে, অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা বাধা দেন এবং এর ফলে তার হাতে চোট লাগে। 

অভিযোগে বলা হয়, পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করা হয় এবং এই সময় তার একটি স্বর্ণের আংটি হারিয়ে যায়।

এ ঘটনায় কমলাকান্ত লাহা শান্তিনিকেতন থানায় মৌখিক ও লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে সরাসরি অরিজিৎ সিং ও তার দেহরক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।

বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে, এখনও অরিজিৎ সিং বা তার টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন