খেলাধুলা

হেলমেট পরা বন্দুকধারীর গুলিতে ফুটবলার নিহত

ফুটবলকে জীবন হিসেবে মানা ব্রাজিলের পিয়াউই রাজ্যে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ১৬ বছর বয়সে হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারালেন রিভার আতলেতিকো ক্লাবের কিশোর ফুটবলার আলেক্স মারিয়ানো নাসিমেন্তো মউরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তেরেসিনার এসপ্লানাদা রেসিডেনসিয়াল প্রফেশনাল এডুকেশন সেন্টারে তাকে হত্যা করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস চলাকালীন সময় হঠাৎ হেলমেট পরা এক বন্দুকধারী প্রবেশ করে। আলেক্সকে টেনে নিয়ে করিডোরে এনে কমপক্ষে চারটি গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তরুণ ফুটবলারের মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ড তেরেসিনার ক্রীড়া ও শিক্ষা মহলে গভীর শোক সৃষ্টি করেছে। স্কুলটি বন্ধ ঘোষণা করে, এবং সামরিক পুলিশ এলাকা ঘিরে রাখে। ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউট এবং রাজ্য শিক্ষা দপ্তরের সহায়ক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। 

রিভার আতলেতিকো ক্লাবে দে পিয়াউই এক শোকবার্তায় জানিয়েছে, 'মারিয়ানো ছিল স্বপ্নবাজ, প্রাণবন্ত এবং নিবেদিতপ্রাণ এক তরুণ। ফুটবলের মাঠে তার প্রতিটি পদক্ষেপে ছিল সম্ভাবনার ঝিলিক। এই অকাল মৃত্যু আমাদের হৃদয়ে স্থায়ী ক্ষত রেখে গেল।'

ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’ এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, আলেক্স সম্ভবত অপরাধ জগতের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন। 

সিভিল পুলিশের উপ-কমিশনার ফ্রান্সিসকো কস্তা জানান, তদন্তে বেরিয়ে এসেছে, তিনি সামাজিক মাধ্যমে অস্ত্র হাতে ছবি দিয়েছেন এবং স্কুল প্রাঙ্গণের ‘ব্লাইন্ড স্পট’-এ মাদক গ্রহণ করছিলেন।

তিনি জানান, ‘ঘটনার দিন আলেক্স মাদক সেবন স্কুলে মাদক সেবন করছিলেন। হামলাকারীরা এ সুযোগে পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে। অভিযুক্তদের শনাক্ত এবং জবানবন্দি সংগ্রহ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।’

অন্যদিকে, মারিয়ানোর পরিবার দাবি করেছে, তিনি একেবারেই নিরীহ ও ফুটবলেই মনোনিবেশী ছিলেন। তার এক চাচা বলেন, ‘সে পড়াশোনায় গড়পড়তা হলেও কোনো খারাপ কাজে জড়িত ছিল না। ফুটবলের জন্য প্রস্তাবও পেয়েছিল।’

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন