ইউরোপে দাবানলের তাণ্ডব, গ্রিসে ১৫২টি নতুন আগুন
ইউরোপের দক্ষিণাঞ্চল পুড়ছে দাবানলে। বুধবার (১৩ আগস্ট) একদিনে গ্রিসে ১৫২টি নতুন দাবানল শুরু হওয়ার পর হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
দাবানল নিভাতে ৪,৮৫০ জন অগ্নিনির্বাপণ কর্মী কাজ করছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্পেন, আলবেনিয়া এবং তুরস্কে দাবানলের ধোঁয়া এতটাই ঘন হয়ে উঠেছে যে তিনদেশে মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব দেশে দাবানলের ধোঁয়ার কারণে ৩ জনের মৃত্যু হয়েছে এবং অগ্নিনির্বাপণ কর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধির কারণে আগুনের তীব্রতা বেড়ে গেছে। চলতি সপ্তাহে এসব অঞ্চলে তাপমাত্রা রেকর্ড ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ফ্রান্স ও স্লোভানিয়া এই তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড করেছে।
এই পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশে দাবানল দ্রুত নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও অগ্নিনির্বাপণ দফতরের সহায়তা আরও বৃদ্ধি করার কথা জানানো হয়েছে।