আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত

দখলদার ইসরাইলের চলমান বর্বর হামলায় প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে গাজা উপত্যকা। গেল ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৬১ জনের প্রাণ গেছে শুধু গাজা সিটিতেই। ত্রাণের সন্ধানে গিয়ে অন্তত ৩৭ জন প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) একে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর থেকে শুরু হওয়া তীব্র বোমাবর্ষণে গাজার উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গাজা সিটির পাশাপাশি রাফাহের উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি গুলিতে ১৬ জন নিহত হন। 

এছাড়া, উত্তরে ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে আরও ১৪ জনকে হত্যা করা হয়।। এসময় আহত হন আরও শতাধিক মানুষ।

নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী, এসব হামলায় শুধু খাবারের খোঁজে থাকা অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা এখন ইসরাইলি বাহিনীর পরিকল্পিত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা তারা ‘ঔষধহত্যা’ (মেডিসাইড) হিসেবে বর্ণনা করেছেন। 

তাদের অভিযোগ, চিকিৎসক, প্যারামেডিক ও হাসপাতালগুলোকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে ফিলিস্তিনিদের বেঁচে থাকার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে—যা গণহত্যারই অংশ।

স্বাস্থ্য অধিকারবিষয়ক বিশেষ দূত ত্ল্যালেং মোফোকেং এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতির বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেন, চলমান গণহত্যা ও স্বাস্থ্যসেবা ধ্বংসের দৃশ্য আমরা নীরব থেকে দেখতে পারি না। গাজায় যা ঘটছে, তা স্পষ্টতই যুদ্ধাপরাধ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন