আন্তর্জাতিক

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, পালিয়েছে হাজার হাজার মানুষ

আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজুর জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে পাক নিরাপত্তা বাহিনী। এতে হাজার হাজার বেসামরিক মানুষ নিরাপদ স্থানে পালিয়ে গেছেন।   

এই অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি পাকিস্তান। তবে সরকারি কর্মকর্তা সায়েদ উল্লা বলেন, এটা বড় ধরনের কোন অভিযান নয়। শুধুমাত্র সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

আরেক সরকারি কর্মকর্তা শহিদ আলী জানান, অভিযানের কারণে অন্তত এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।  

মঙ্গলবার প্রাদেশিক সরকার প্রতিটি বাস্ত্যুচুত পরিবারকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারগুলোকে খাবার সরবারহ করছে।

উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজুর জেলাতে পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালেবান, টিটিপির শক্তিশালী ঘাঁটি রয়েছে। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন