বিনোদন

মারা গেছেন অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মার গেছেন ওপার বাংলার টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বাসন্তী চ্যাটার্জি। গত বছর তার বুকে পেস-মেকার বসানো হয়। চলতি বছরের শুরুতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভাঙেন এই বর্ষীয়ান অভিনেত্রীর। তখন চিকিৎসকরা জানান, অভিনেত্রীর একটি কিডনিও সচল নেই। 

প্রবীণ এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’–এ দেওয়া শোকবার্তায় তিনি লিখেছেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি তার পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’

বাসন্তী চ্যাটার্জী সর্বশেষ ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে কাজ করেন। এই সিরিয়ালে তার সহ-অভিনেতা ছিলেন ভাস্বর চ্যাটার্জি। ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টা নাগাদ উনার মৃত্যুর খবর পাই। আমি শুটিং সেটে থাকাকালীন খবরটা পাই।

তিনি বলেন, মনটা খুব ভারী। তবে আমরা সকলেই মনে করছি, তিনি মুক্তি পেয়েছেন। কারণ শেষ দিকে খুব কষ্ট পাচ্ছিলেন মানুষটা।

প্রায় ৭০ বছর অভিনয় জীবনের সঙ্গে যুক্ত ছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। থিয়েটার থেকে সিনেপর্দায় গিয়ে বহু কিংবদন্তি শিল্পীর সঙ্গে সমানতালে অভিনয় করেছেন তিনি। 

উত্তম কুমারের পাশাপাশি প্রসেনজিৎ ও ঋতুপর্ণার সঙ্গেও কাজ করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’। এ ছাড়া ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’ প্রভৃতি ধারাবাহিকেও তিনি দর্শকদের মন জয় করেছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন