বিনোদন

‘শ্রীলংকায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব, আমাদের বিপ্লবের পর বিপ্লব গায়েব’

দর্শকপ্রিয় ছোট পর্দার অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সক্রিয়। সমসাময়িক নানা বিষয়ে তিনি খোলামেলা মতামত প্রকাশ করেন। এবার তিনি মুখ খুলেছেন দেশের দুর্নীতি নিয়ে।

মঙ্গলবার (১২ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শামীম হাসান লিখেছেন— শ্রীলংকায় বিপ্লবের পর দুর্নীতি গায়েব। আমাদের বিপ্লবের পর বিপ্লব গায়েব!

এর আগে একটি পোস্টে সিলেটের সাদা পাথর সরিয়ে ফেলার ঘটনায় প্রতিক্রায় জানান শামীম। ওই পোস্টে তিনি খেলেন, বাংলাদেশের ভূখন্ড প্রাকৃতিক সৌন্দর্য পাওয়ার যোগ্য কিন্তু বাংলাদেশের মানুষ সেটা ডিজারভ করে না। একারণেই শুধু সিলেট না সব এলাকা ধ্বংস হবে। এরপর মরুভুমিতে ফোটানো ফুল দুবাই গিয়ে লেবার হিসাবে কাজ করবে! দেশপ্রেম ফেসবুকে না রেখে বুকে রাখলে এই দিন দেখা লাগতো না!

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন