গাজায় সাংবাদিক হত্যায় নিন্দা জানালো জাতিসংঘ
গাজা সিটিতে ইসরাইলি হামলায় ছয় সাংবাদিক হত্যার প্রতিবাদে জার্মানির বার্লিনে সোমবার সমাবেশ বন্ধ করে দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ জার্মান গণমাধ্যম গাজায় ‘গণহত্যায়’ পরোক্ষভাবে জড়িত। মিছিল চলাকালে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।
এদিকে গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ছয় সাংবাদিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান দুজারিক।
সোমবার তিনি বলেছেন, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ২৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের অবশ্যই জবাবদিহি করতে হবে।