মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ
মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডসহ কয়েকটি আঞ্চলিক দেশ মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা দ্রুততর করতে যৌথ প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের সফরের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন।
আনোয়ার বলেন, “মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া জরুরি। পরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্যও সহায়তা দিতে হবে।”
তিনি জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সমন্বয় করবেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিনিধি দল মিয়ানমারে পাঠানো হবে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডও এই উদ্যোগে অংশ নেবে।
বাংলাদেশের কক্সবাজারে বর্তমানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির।
জাতিসংঘ বলেছে, গত ১৮ মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।
নতুন প্রতিনিধি দল মিয়ানমারে গিয়ে মানবিক পরিস্থিতি দেখবে, আন্তর্জাতিক সহায়তা দ্রুত পৌঁছে দেবে এবং মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা করবে।
মালয়েশিয়া এ বছর আসিয়ান আঞ্চলিক জোটের চেয়ারম্যান দেশ হিসেবে এই উদ্যোগের নেতৃত্ব দেবে।
এই পদক্ষেপ রোহিঙ্গা সংকটের আঞ্চলিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স