সাংবাদিক তুহিন হত্যার ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল
গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে তার শরীরে ৯ টি আঘাতের কথা উল্ল্যেখ করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। হাসপাতালটির ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. এএনএম আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের কোপে নয়টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো আকারে ছোট-বড় হলেও গুরুতর ও গভীর ছিল।'
গত ৯ আগস্ট এ প্রতিবেদন তৈরি করা হয়।
এর আগে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, 'ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।'
আই/এ