ভার্চুয়ালি যোগ দিবেন তারেক রহমান
১৫ বছর পর নওগাঁ বিএনপির সম্মেলন
সুদীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। দুপুর ১টার দিকে শহরের কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দু সালাম।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি দুপুর ২টার পর প্রধান অতিথির বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের গোপন ভোটে জেলা বিএনপির শীর্ষ নেতারা নির্বাচিত হবেন। এই সম্মেলনে সভাপতি পদে ৮জন, সাধারণ সম্পাদক ৪জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯জন প্রতিদ্বতীতা করছে।
এতদিন নানা সীমাবদ্ধতায় সম্মেলন করতে না পারলেও পরিবর্তিত পরিস্থিতিতে বেশ ঘটা করে সম্মেলনের আয়োজন করেছে দলটি। ১৫ বছর পর বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। এই সম্মেলন ঘিরে ১৭ বছর হামলা, মামলা, নির্যাতন ও কারাবরনে জর্জরিত নেতাকর্মীরা ফিরে পেয়েছেন প্রাণচাঞ্চল্য।