বিনোদন

১৮ বছরে আত্মহত্যার চিন্তা প্রিয়াঙ্কার !

বলিউডের এক সময়ের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এখন শুধু ভারতেই নয় পুরো বিশ্বে এক পরিচিত নাম। বর্তমানে তিনি হলিউডের প্রতিষ্ঠিত এক তারকা কিন্তু তার এই উত্থান যে এক মুহূর্তের গল্প নয় তা অনেকেই জানেন না। তার সাফল্যের পেছনে রয়েছে অবিশ্বাস্য এক সংগ্রাম এবং নানা চ্যালেঞ্জ। যা তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।

প্রিয়াঙ্কার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে। তারপর ধীরে ধীরে বলিউডে নিজের স্থান তৈরি করার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তবে এ পথ ছিল মোটেও মসৃণ নয়। প্রথমদিকে বলিউডের সিনেমায় তাকে অবহেলা এবং তার গায়ের রঙ নিয়ে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি মাথা উঁচু করে দাঁড়ান এবং বলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নেন।

এবার তার যাত্রা সেই সীমা ছাড়িয়ে হলিউডে শুরু হয়। তবে সেখানে পৌঁছাতে প্রিয়াঙ্কাকে বারবার নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়েছে। তার অভিনয় ও ব্যক্তিত্বের মধ্য দিয়ে তিনি হলিউডেও নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্বব্যাপী গ্লোবাল আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন।

তবে এত উজ্জ্বল সাফল্যের পেছনে যে সংগ্রামের গল্প রয়েছে সেটি অনেকেই জানেন না। প্রিয়াঙ্কার এই যাত্রা কখনোই সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে তাকে বেশ কিছু নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হতে হয়েছিল এবং টিনএজ জীবনে মানসিক চাপে ভুগতে হয়েছিল। এমনকি মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যার চিন্তা তার মাথায় এসেছিল। তার সাবেক ম্যানেজার এই তথ্য প্রকাশ করেছেন। 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন