বিনোদন

বাচ্চা আমার জীবনের ডানা : পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তিনি। এবার তার সন্তানের তৃতীয় জন্মদিন উপলক্ষে ভিন্ন এক আবেগ প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনের নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও পরীমনি তার ক্যারিয়ারে সফলতা অর্জন করেছেন। তবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখন তার সন্তানরা যাদের জন্য তিনি এক নতুন যাত্রা শুরু করেছেন।

আজ (১০ আগস্ট) পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের তৃতীয় জন্মদিন। ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন পরীমনি। সেখানে তিনি লিখেছেন, “আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে, বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই, শুধুই বাঁচতে চাই ওদের সঙ্গে।”

পরীমনি আরও লেখেন, “আপনাদের ভালোবাসায়, দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। হ্যাপি বার্থডে বাজান, আমার জীবনের ডানা। আই লাভ ইউ।”

গেল বছর জুন মাসে পরীমনি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। মাত্র ছয় দিনের শিশু সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নিয়ে তিনি নিজেকে দু'সন্তানের মা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে, পরীমনি তার দুই সন্তান পুণ্য ও প্রিয়মের সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং তার এই সাহসিকতা অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, পরীমনি তার ব্যক্তিগত জীবনে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের একমাত্র সন্তান ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য, যিনি গত তিন বছর ধরে তাদের জীবনের অমূল্য রত্ন হয়ে রয়েছে। তবে এক বছর পর তাদের বিবাহিত জীবন বিচ্ছেদের পথে চলে যায়, এবং পরীমনি এককভাবে তার ছেলের দায়িত্ব গ্রহণ করেন।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন