ক্যাম্পাস

রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নেবে : উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নতুন করে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজকে রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন

উমামা বলেন, ১৭ জুলাই, ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে হলের প্রশাসনিক ভবনের সামনে আমিসহ কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদমূলক অবস্থান কর্মসূচি পালন করছি।

গতবছর ১৬ জুলাই আবু সাঈদ শহীদ হওয়ার মাধ্যমে ছাত্ররা ক্যাম্পাস ছাত্রলীগমুক্ত করার সাহস পায়। কিন্তু বছর না ঘুরতেই  গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে। যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সাথে বেঈমানি।

আজকে রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

এর তিন ঘণ্টা পর গত ৮ নভেম্বর তার দেয়া আর এক পোস্ট শেয়ার করে  তিনি বলেন, গত নভেম্বর মাসে ছাত্র-রাজনীতি সংস্কার প্রসঙ্গে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলাম। সামনের ডাকসুকে কেন্দ্র করে এই আলাপ প্রাসঙ্গিক হয়ে উঠছে পুনরায়। ছাত্র রাজনীতি প্রশ্নের সমাধান ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবেই সামনে এগিয়ে যেতে পারবে না

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন