পার্কিং নিয়ে দ্বন্দ্ব, খুন হলেন হুমা কুরেশির ভাই
ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে খুন হয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি। বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে। পুলিশ এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টায় দিল্লির জঙ্গপুরা ভোগাল বাজার লেনে একটি স্কুটার পার্কিং নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে আসিফের বিরোধ শুরু হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আসিফের ওপর হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় আসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আসিফের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এর আগেও অভিযুক্তদের সঙ্গে তাদের গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা হয়েছে। কিন্তু সেই সময় তা এমন ভয়ংকর রূপ নেয়নি।
আসিফের স্ত্রী বলেন, আসিফ কাজ থেকে বাড়ি ফিরে দেখে তাদের বাড়ির সামনে প্রতিবেশীর স্কুটার রাখা। সেটি সরাতে বলা হলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে তারা আসিফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।’
পুলিশ ইতোমধ্যেই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে।
শুক্রবার এই দুই অভিযুক্তকে আদালতে তোলা হবে। ঘটনার আরও তদন্তের জন্য পুলিশ আশেপাশের প্রতিবেশী এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।
এমএ//