আবারও সংলাপে বসবে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশন আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য সংলাপে বসবে দলগুলো।
শুক্রবার (০৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, ‘সব দলের সম্মতিতে গঠিত সনদ বাস্তবায়ন কীভাবে হবে, সেটি নির্ধারণ করতে নতুন করে আলোচনা প্রয়োজন। এ নিয়ে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের সঙ্গে আমরা বৈঠকে বসছি।’
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগের দুই ধাপের সংলাপে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে একমত হওয়া সম্ভব হয়েছে।
প্রথম দফা সংলাপে ১৬৫টি প্রস্তাব উত্থাপিত হয়েছিল, যার মধ্যে ৬২টির ওপর রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়। এরই মধ্যে কিছু প্রস্তাব সরকারের পক্ষ থেকে কার্যকরও হয়েছে অধ্যাদেশ, নীতি বা নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে। তবে ২৫টি প্রস্তাবে দলগুলোর স্পষ্ট আপত্তি থাকায় সেগুলোর আলোচনা আর এগোয়নি।
দ্বিতীয় দফার সংলাপে আলোচনার কেন্দ্রে ছিল ২০টি বড় সাংবিধানিক বিষয়। এর মধ্যে ১১টিতে সব দলের এককথায় সম্মতি পাওয়া গেছে, আর বাকি ৯টি বিষয়ে অধিকাংশ দলের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে, তাতে কোনো কোনো দলের ভিন্নমত উল্লেখ থাকবে।
এমএ//