এবার জাপানে যুদ্ধবিমান বিধ্বস্ত
এবার বিধ্বস্ত হলো জাপানের যুদ্ধবিমান। দেশটির পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে প্রশিক্ষণের সময় একটি এফ-২ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী।
জাপানিজ সংবাদমাধ্যম আশাহি শিম্বুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটিতে একজন পাইলট ছিলেন। বিমান বিধ্বস্ত হওয়ার সময় তিনি নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে।
তবে দুর্ঘটনার কারন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বিমানবাহিনী।
এমএ//