আইন-বিচার

৬ লাশ পোড়ানোর মামলা: ১৩ আগস্ট আসামিপক্ষের শুনানি

গেল বছরের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত ছয় আন্দোলনকারীর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। সহযোগিতায় ছিলেন ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষ সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।

সকালে মামলার আট আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অভিযুক্তরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। এরপর তাদের মরদেহ প্রিজন ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। ঘটনার সময় একজন আহত হলেও জীবিত ছিলেন, কিন্তু তাকেও নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

এই নৃশংস ঘটনার এক মাস পর, ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা করা হয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন