আন্তর্জাতিক

মার্কিন সেনাঘাঁটিতে হামলা, গুলিবিদ্ধ ৫ সেনা

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে বন্দুক হামলায় পাঁচজন মার্কিন সেনা আহত হয়েছেন। বুধবার (০৬ আগস্ট) সকালের এই ঘটনা ঘটে। পরে দ্রুত উদ্ধারকাজ পরিচালিত করে আহতদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু

প্রতিবেদনে বলা হয়, ফোর্ট স্টুয়ার্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গুলিবিদ্ধ সৈন্যদের সবার প্রাথমিক চিকিৎসা সেনাঘাঁটিতেই দেওয়া হয়েছিল। বর্তমানে ঘাঁটিতে কোনো নিরাপত্তা হুমকি নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস বলেন, ‘আহতরা প্রত্যেকেই এখন সুস্থ আছেন।’

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে ২৮ বছর বয়সী কর্নেলিয়াস র‍্যাডফোর্ডকে। তিনি দ্বিতীয় ব্রিগেড কমব্যাট টিমে লজিস্টিকস সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানিয়েছেন, হামলাটি ঘটেছে র‍্যাডফোর্ডের নিজ কর্মক্ষেত্রেই এবং আহতরা সবাই তাঁর সহকর্মী। তবে হামলার পেছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, তা এখনও পরিষ্কার নয়।

সেনাবাহিনী নিশ্চিত করেছে, হামলায় ব্যবহৃত অস্ত্রটি ছিল ব্যক্তিগত মালিকানাধীন একটি হ্যান্ডগান, সরকারি কোনো আগ্নেয়াস্ত্র নয়।

এই হামলার পর সেনাঘাঁটিতে কিছু সময়ের জন্য লকডাউন জারি করা হয়েছিল, তবে পরে তা তুলে নেওয়া হয়। বর্তমানে পুরো এলাকা নিরাপদ আছে বলে জানানো হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘটনাটি সম্পর্কে অবগত এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘এই বর্বর ঘটনার তদন্তে সেনা অপরাধ বিভাগ কাজ করছে। আহতদের প্রতি আমাদের প্রার্থনা রইল এবং দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সাভানা শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি। এটি ৩য় ইনফ্যানট্রি ডিভিশনের কেন্দ্র এবং সক্রিয় ও রিজার্ভ সেনাদের প্রশিক্ষণ ও মোতায়েনের প্রধান স্থান হিসেবে পরিচিত।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন