টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে দুজন ছিলেন মোটরসাইকেলের আরোহী এবং অপরজন পিকআপ ভ্যানের চালক। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এসকে//