মাছ ধরার অবৈধ ট্রলার ও জালসহ ১৫ জেলে আটক
পটুয়াখালীর গলাচিপায় নিষিদ্ধ জাল ও অবৈধ ট্রলিং বোর্ড ব্যবহারের অভিযোগে ১৫ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৫ জুলাই) রাতে চর বিশ্বাস ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে এই অভিযান চালানো হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চর মোন্তাজ নৌ পুলিশ ফাড়ি এবং গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার মৎস্য কর্মকর্তারা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন। অভিযানে ‘এফবি মায়ের আশীর্বাদ-৩’ নামের একটি ট্রলার জব্দ করা হয়, যার ভেতরে ছিল ট্রলনেট, ৪০টি সুতার জাল, ১২০ ক্যারেট চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক মাছ, সঙ্গে ৫ ব্যারেল ডিজেল।
সব মিলে উদ্ধারকৃত সামগ্রীর বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আটককৃতদের সবাই ভোলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। গলাচিপা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন, ২০২০-এর আওতায় মামলা দায়ের করেছেন।
ওসি মো. আশাদুর রহমান জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য (মেরিন ফিসারিস) আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এমএ//