আন্তর্জাতিক

ইরানে তীব্র কম্পন অনুভূত

ইরানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। যার মাত্রা রিখটার স্কেলে ৫.৭৩। এই কম্পনটি দেশটির দক্ষিণাঞ্চলে অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনও হতাহতের খবর বা ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার (০৫ আগস্ট) ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা এর তীব্রতাকে আরও বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, গেল এক বছর ধরে ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটছে।  এর আগে ২০২৩ সালের জুন মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছিল।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন