দেশজুড়ে

গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর পাঁচঠাকুরী এলাকায় গরু চোর সন্দেহে দুই অজ্ঞাতনামা ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সিরাজগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, যমুনা নদী পাড়ি দিয়ে গরু নিয়ে পালানোর সময় গ্রামবাসী নৌকাসহ দুজনকে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের পিটিয়ে ফেলে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান বলেন, রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন