জাতীয়

সব রাজনৈতিক দলকেই নিরাপত্তা দেয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সব রাজনৈতিক দলকে নিরাপত্তা দেয়া হচ্ছে। যারা বেশি ঝুঁকিপূর্ণ, তাদের বেশি নিরাপত্তা দেয়া হচ্ছে এবং কম ঝুঁকিপূর্ণদের কম। এই ঝুঁকিপূর্ণতার বিষয়টি বিভিন্ন গোয়েন্দা সংস্থা নির্ধারণ করে থাকে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কখনোই কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। গত এক বছরে পরিস্থিতিতে কিছু উন্নতি ঘটলেও এখনও তা চূড়ান্ত সন্তোষজনক হয়নি।

জাহাঙ্গীর আলম বলেন, “গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর থেকে আইন-শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে এবং বর্তমান সময়ের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে। তবে কাঙ্ক্ষিত উন্নতি এখনও অর্জিত হয়নি।”

আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবস্থান বজায় রাখার কথা জানান তিনি। পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অভিযান অব্যাহত থাকবে, যা এখনও সম্পূর্ণরূপে শেষ হয়নি।

নির্বাচনে কারা অংশ নেবে বা নেবেনা, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তবে আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও জানান, ৩ ও ৫ আগস্ট ঘিরে শঙ্কা থাকলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, তবে সতর্কতা অব্যাহত রয়েছে এবং আমরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন