শহিদ মিনারে শুরু হয়েছে এনসিপির সমাবেশ
কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার লক্ষ্যে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ। রোববার (০৩ আগস্ট) বিকেল ৪টার দিকে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশস্থলে দলটির নেতাকর্মীদের জন্য লাল কার্পেট বিছানো হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বসানো হয়েছে বড় আকারের ডিজিটাল পর্দা। এসব পর্দায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিভিন্ন দৃশ্য প্রদর্শিত হচ্ছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশ থেকেই ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। তারা আশা করছেন, গেল বছরের ৩ আগস্টের মতো এবারও শহিদ মিনার এলাকায় বিশাল জনসমাগম হবে।
এর আগে, গেল শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, শনিবারের এই সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ইশতেহারে নতুন বাংলাদেশ গড়ার ২৪ দফা রূপরেখা তুলে ধরা হবে। সেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাত, অর্থনৈতিক নীতিমালা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, প্রবাসী নীতিসহ নগর উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনার পরিকল্পনার কথা থাকবে।
এমএ//