নগরবাসীর কাছে ছাত্রদলের আগাম দুঃখপ্রকাশ
আগামী রোববার (০৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ছাত্রদলের একটি ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মদিবসে এমন কর্মসূচির কারণে জনজীবনে যে ভোগান্তি হতে পারে, তা মাথায় রেখে ঢাকাবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
শনিবার (০২ আগস্ট) এক বিবৃতিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান স্মরণে আমরা ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশের পরিকল্পনা করেছিলাম। অনুমতিও নিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে।
তবে একই দিনে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) শহীদ মিনারে তাদের একটি কর্মসূচি আয়োজনের ইচ্ছা প্রকাশ করে এবং এ বিষয়ে ছাত্রদল নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে। এই দিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে আমরাই ছিলাম একমাত্র বৈধ দাবিদার। কিন্তু পরে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিষ্ণু, সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করি।
তিনি আরও বলেন, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। এতৎসত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদেরকে ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে।
তিনি নগরবাসীর সহনশীলতা ও সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ‘আমরা আগাম দুঃখপ্রকাশ করছি এবং আশাবাদী, নগরবাসী বিষয়টি সহানুভূতির চোখে দেখবেন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে আমরা আরও সচেতন থাকবো।’
এমএ//