দেশজুড়ে

৩ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল শিশু বাপ্পি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় কয়েক দিনের উৎকণ্ঠা ও দুশ্চিন্তার পর অবশেষে পরিবারের কোলে ফিরেছে সাত বছরের শিশু মো. বাপ্পি। পরিবারের দাবি, অপহরণকারীদের দাবি করা ৩ লাখ টাকা দেওয়ার পর শুক্রবার (০১ আগস্ট) রাতে তাকে অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়।

বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার জানায়, গেল ২৯ জুলাই গভীর রাতে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু বাপ্পি। কিছুক্ষণ পরই অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সন্তানকে জীবিত ফিরে পেতে বাধ্য হয়েই পরিবার টাকা দেয়। অবশেষে ১ আগস্ট রাত ৮টার দিকে অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দেয়। খবরটি প্রকাশ্যে আসে রাত ১১টার দিকে। 

অপহরণের পর থেকেই পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযান চলছিল। প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর কৌশলী তৎপরতায় চাপে পড়ে অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো চিহ্নিত হয়নি। বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে প্রশাসন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন