বিমান বিধ্বস্তে নিহতের স্মরণে দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের দোয়া মাহফিল
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দুবাইয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রবাস ক্লাব ইউএই'র উদ্যোগে গেলো ২৩ জুলাই (বুধবার) রাতে দুবাই দেয়রা মনপুরা রেস্টুরেন্টে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশের কনসাল জেনারেলের প্রতিনিধি কনসুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান বলেন, আমরা সবাই গভীরভাবে শোকাহত মর্মাহত। এ শোকের আভসে কারো কান্না যেন থাম ছিলনা, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে কনসুলেটেও শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন হয়েছে। সুখে দুঃখে দেশ ও মানুষের পাশে থাকার "প্রবাস ক্লাবের" এ উদ্যোগ সবার কাছে অত্যন্ত প্রশংসার দাবিদার।
বাংলাদেশ প্রবাস ক্লাব (বিইসি) আরব আমিরাতের সভাপতি প্রবাসী সাংবাদিক এস এম ফয়জুল্লাহ শহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চ্যানেল এস আরব আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল (আর বি) এর সঞ্চালনায় ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত বাংলাদেশ কমিউনিটি নেতা প্রকৌশলী মুহাম্মাদ সালাউদ্দিন, কমিউনিটি নেতা রানা মুহাম্মদ ইউসুপ, জানে আলম, চ্যানেল ২৪ এর আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফ, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর আলম, মনপুরা রেস্টুরেন্টে এর সত্তাধিকারী মুহাম্মদ জসিমউদদীন, বাংলাদেশ প্রবাস ক্লাব আরব আমিরাতের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সরওয়ার উদ্দিন রনি সহ সংগঠনের সদস্য বৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: আবুল কালাম।