দেশজুড়ে

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে  স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী নুর উদ্দিন।

বুধবার (৩০ জুলাই) সকালে কলাপাড়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে রাতে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দেয় নুর উদ্দিন। কয়েকদিন আগে নুর উদ্দিনের স্ত্রী রাগারাগি করে বাবার বাড়ি চলে যায় এবং তার সাথে আর সংসার করবে না বলে তালাক দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়,এ কারনে অভিমানে সে গলায় ফাঁস দেয়।

ওসি মো জুয়েল ইসলাম  বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন